বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সারদের কাছে প্রত্যাশিত একাউন্ট হল ERQ ম্যাট্রিক্স একাউন্ট। যেটা অনেক ব্যাংক ইতিমধ্যে দিয়ে আসছে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করে রাখতে হয়, এখন থেকে একাউন্ট খোলার ক্ষেত্রে আর কোন রকম ডিপোজিট করতে হবে না আগে থেকে। আইটি ফ্রিল্যান্সারদের বিশেষ সুবিধা দিতে ব্রাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে চালু হলো এই ফ্রিল্যান্সার মেট্রিক্স একাউন্ট এবং সাথে থাকবে ইন্টার্নেশনাল ডেবিট কার্ড।
শুধুমাত্র আইটি ফ্রিল্যান্সারদের বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক এগিয়ে এসেছে এবং ধাপে ধাপে অন্য ব্যাংকও এগিয়ে আসবে! খুব শীঘ্রই ব্র্যাক ব্যাংক আইটি ফ্রিল্যান্সারদের জন্য কার্ডটি উন্মুক্ত করে দেবে। এখন ছয়জন ফ্রিল্যান্সার থেকে টেস্টিং এর কাজ চলছে এরপর ফ্রিল্যান্সাররা ব্রাক ব্যাংকের সকল ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারবেন। ম্যাট্রিক্স কার্ডটি সংগ্রহ করতে প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত ন্যাশনাল ফ্রিল্যান্সার আইডি কার্ড, সাথে আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ড, আপনার চার কপি ছবি, নমিনির ছবি, আপনার আইটি ফ্রিল্যান্সিং আয়ের প্রমাণ হিসেবে নথিপত্র ইত্যাদি।
এই ERQ ম্যাট্রিক্স একাউন্টের সাথে আমাদের একটি ডেবিট কার্ড দেওয়া হবে এবং এই একাউন্টে ৭০ পার্সেন্ট থাকবে ইউএসডি কারেন্সি এবং বাকি ৩০% থাকবে বাংলা টাকায়। আপনার ৭০ পার্সেন্ট ইউএসডি কারেন্সি আপনি চাইলে আপনি নিজের ইচ্ছামত ইউজ করতে পারবেন। তাই বলা যায় এখন আইটি ফ্রিল্যান্সারদের যে ছোট ছোট সমস্যাগুলো অন্তত পেমেন্টের ক্ষেত্রে সেই সমস্যাগুলো সহজেই দূরীভূত হবে।
বিঃ দ্রঃ
তবে বর্তমানে এই একাউন্ট শুধু তাদেরই প্রদান করা হবে যাদের আর্নিং এর পরিমাণটা একটু ভালো, যারা অন্তত প্রতিমাসে 500 ডলার করে আয় করে থাকে।
পরিশেষে, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।