কি কি কারণে নিষিদ্ধ হতে পারে বা হয়ে থাকে আপনার আপওয়ার্ক একাউন্ট।

বিশেষত আপওয়ার্ক এ নতুনদের জন্য আমার এই লেখা:
আপওয়ার্ক কোন কারন ছাড়া নিশ্চয়ই এত ভালো কন্ট্রাক্টরদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। অনেকই দোষ দিচ্ছেন আপওয়ার্ককে, কিন্তু তা ঠিক নয়। অ্যাকাউন্ট সাসপেনশানে জন্য ফ্রিল্যান্সারদের আচরণই বহুলাংশে দায়ী। আপওয়ার্ক অ্যাকাউন্ট হোল্ডারদের নিম্নোক্ত বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে, ফলে অনাকাঙ্খিত অ্যাকাউন্ট ব্যানিং/সাসপেনশন/হোল্ড্স থেকে রক্ষা পাওয়া যাবে।

১. কখনো অন্যের প্রোফাইল থেকে কিছু কপি করে নিজের প্রোফাইলে যুক্ত করবেন না। আপনার সঠিক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রোফাইল তৈরি করবেন বা সাজাবেন।

২. আপনার নিজের নির্ভুল এবং যাচাইযোগ্য তথ্য প্রদান করুন পাসপোর্ট বা ন্যাশনাল আইডি অনুযায়ী। নিজের একটি স্পষ্ট ফটো ব্যবহার করুন। আপনার মুখমণ্ডল যেন স্পষ্টভাবে দেখা যায়।

৩. আপনার প্রোফাইলে এমন কিছু যুক্ত করবেন না যেমন আপনার ব্যক্তিগত ওয়েবসাইট বা একটি তৃতীয় পক্ষের প্রোফাইল। এটা আপওয়ার্ক এর পলিসিকে সর্মথন করে না।

৪. একাধিক কম্পিউটারে লগ-ইন বা টাইম-ট্র্যাকার ব্যবহার করা থেকে বিরত থাকুন। এক এর অধিক কম্পিউটারে আপনি একই সময়ে টাইম ট্র্যাক করতে পারবেন না।

৫. সবসময় আপওয়ার্ক এর মাধ্যমে পেমেন্ট পাবার চেষ্টা করুন। ক্লায়েন্ট যদি আপওয়ার্ক এর বাইরে কাজ করার প্রস্তাব দেয় আপওয়ার্ক মেসেঞ্জারে তাহলে সরাসরি না বলুন এবং ক্লায়েন্টকে বলুন আমি আপওয়ার্ক বাইরে কাজ করতে আগ্রহী না।

৬. আপনি সঠিকভাবে আপনার দক্ষতা ও যোগ্যতার প্রস্তাব বর্ণনা করবেন।

৭. ডেডলাইন সময় শেষ হবার পূর্বেই সম্পূর্ণ কাজ সম্পন্ন করুন এবং ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিন। ক্লায়েন্টের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এমনকি পেমেন্ট নিয়েও। কোনো সমস্যা হলে আপওয়ার্ক এর সাথে যোগাযোগ করুন।

৮. একই কভার লেটার বারবার পাঠনো থেকে বিরত থাকুন।

৯. জব ডেসক্রিপশন ভালো করে পড়ে এবং বুঝে জবের জন্য কভার লেটার সাবমিট করুন।

১০. সব সময় চেষ্টা করবেন যাতে কাজ শেষে সর্বোচ্চ রেটিং পাওয়া যায়। ভাল রেটিং পেলে পরবর্তী কাজগুলো খুব সহজেই পাওয়া যায়।


পরিশেষে
, এটাই বলতে চাই, জেনে এবং বুঝে কাজ করুন। যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।

কি কি কারণে নিষিদ্ধ হতে পারে বা হয়ে থাকে আপনার আপওয়ার্ক একাউন্ট।

Write a comment....

Scroll to top
error: Content is protected !!