আইটি ফ্রিল্যান্সিংয়ের শুরুতে নতুনরা যে ভুলগুলো সম্পর্কে অবগত নয়!

ফ্রিল্যান্সিংয়ে যাঁরা নবীন, তাঁদের মনে শুরুতেই তিনটি প্রশ্ন থাকে:

  • কীভাবে শুরু করব?
  • কোথায় কাজ পাওয়া যাবে?
  • কোন বিষয়ে কাজ শুরু করব?

কাজ শুরুর পর নতুন ফ্রিল্যান্সাররা কিছু বিষয় ঠিকমতো বুঝতে না পেরে ভুল করে বসেন। তাই ফ্রিল্যান্সার হিসেবে সফলতা পেতে কিছু বিষয়ে তাঁদের খেয়াল রাখা জরুরি।

  • সময়ের ব্যবধান। কারণ, বাংলাদেশের বেশির ভাগ ফ্রিল্যান্সারই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সময় ধরে কাজ করে থাকেন। যদি অস্ট্রেলিয়ার কোনো কাজ পান, তবে অস্ট্রেলীয় বা একাদিক দেশের ক্লায়েন্টের সময় ধরে কাজ করতে গিয়ে তাঁদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

  • নতুনদের দক্ষতা থাকার পরও বেশির ভাগ সময় কোন কাজের কতটুকু সম্মানী হওয়া উচিত, তা বোঝেন না। তাই নবীনেরা বিডিং চ্যালেঞ্জের সম্মুখীন হন।

  • ফ্রিল্যান্সার হিসেবে আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার ওয়েবসাইটে (মার্কটপ্লেস) একটি কাজের জন্য আবেদন করতে সুন্দর একটি কভার লেটার লিখতে হয়। নতুনদের মধ্যে অনেকেই কভার লেটার লেখার নিয়ম জানেন না। ফলে তা আকর্ষণীয় হয়ে ওঠে না।

  • নতুনদের অনেকের যোগাযোগ এবং ভাষাগত দক্ষতা সেভাবে না থাকলে তাঁরা সাহস নিয়ে এগিয়ে যেতে পারেন না। আমরা জানি, ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। তাই ইংরেজিতে দক্ষ না হলে পিছিয়ে পড়তে হয়।

  • মার্কেটপ্লেসে যেকোনো সময়ই কাজের সংকট তৈরি হতে পারে, তাই একটি বিষয়ে দক্ষতার পাশাপাশি অন্য বিষয়েও কীভাবে দক্ষ হওয়া যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

  • নবীনদের অনেকেই শুরুতে কিছু টাকা আয় করার পর দায়িত্বে অবহেলা করেন। কাজেও গরিমসিভাব দেখা যায়। এগুলো তাঁদের পেছন থেকে টেনে ধরে।

বাংলাদেশে এখনো ঢাকা বা বিভাগীয় শহরগুলো ছাড়া অন্যান্য জায়গায় ইন্টারনেটের গতি ধীর। এই ধীরগতির ইন্টারনেটের জন্য কাজে ব্যাঘাত ঘটে, এছাড়াও উপজেলা শহর বা গ্রামাঞ্চলে বিদ্যুতের সমস্যা মাঝে মাঝেই প্রকটহারে বেড়ে যায়। এ জন্য নবীনেরা ভুক্তভোগী বেশি হন।

বিঃ দ্রঃ আমার এই লেখাটি প্রথম আলোতেও প্রকাশিত হয়েছে, পড়তে ক্লিক করুন।

আর এই লিংকে গিয়ে পড়ে নিতে পারেন ওয়েব ডিজাইন শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ!।

পরিশেষে, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।

আইটি ফ্রিল্যান্সিংয়ের শুরুতে নতুনরা যে ভুলগুলো সম্পর্কে অবগত নয়!

One thought on “আইটি ফ্রিল্যান্সিংয়ের শুরুতে নতুনরা যে ভুলগুলো সম্পর্কে অবগত নয়!

  1. পিংব্যাকঃ - Suman Saha | Software QA Specialist

Write a comment....

Scroll to top
error: Content is protected !!