ফ্রিল্যান্সিং গাইডলাইন শুরু থেকে শেষ!

Prothom Alo

আপনি কি পরিশ্রম আর ধৈর্য ধরতে আগ্রহী?
অন্যদের থেকে নিজেকে আলাদা করতে হলে পরিশ্রমটাও অন্যদের চেয়ে বেশিই দিতে হবে জীবনে। বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই একজন মানুষকে বড় করে তোলে। এই লেখাটি প্রথম চোখে পরে যখন আমি প্রথমবার ঢাকা শহরে আসি। প্রায় প্রতিদিনই মনে পড়ে এবং এটাই সত্য। ধৈর্য নিয়ে লেগে থাকলে কোন কিছুই অসম্ভব নয়। অতএব লেগে থাকুন আর চেষ্টা চালিয়ে যান!

এবার আসি কথায়, আইটি ফ্রিল্যান্সিং-এ বিভিন্ন ক্যাটাগরিতে অনেক সফল ফ্রীলান্সার রয়েছে এবং তাঁরা সফলতার সাথে কাজ করে যাচ্ছে। প্রত্যেক সফল ফ্রিল্যান্সারের সফল হওয়ার পিছনে এক একটি গল্প বা এক একটি ইতিহাস আছে।

যেমন কত রাত না ঘুমিয়ে থাকা, নাওয়া খাওয়া বাদ দিয়ে কাজ করা, বন্ধু বা পরিবারের আড্ডা থেকে নিজেকে বিরত রাখা, অনেক আপনজনের কল ইচ্ছা থাকা সত্ত্বেও না ধরা কাজের জন্য, কাজের জন্য কোথাও বের হতে না পারা, বেশিরভাগ সময় নিজেই নিজেকে ভুলে যাওয়া, আমি কি মানুষ না মেশিন ইত্যাদি মনে হওয়া। আরো কত কি…..বলে বুঝানো যাবে না। আপওয়ার্ক এ যারা সফল ফ্রীলান্সার একমাত্র তাঁরাই বুঝতে পারে এই সফলতার পিছনে রয়েছে কত পরিশ্রম আর কত ত্যাগ।

আর এখন দিন যত যাচ্ছে, প্রতিযোগিতাও বেড়ে যাচ্ছে। অতএব সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নেই, একাগ্রচিত্তে লেগে থাকার বিকল্প নেই। নিজেকে কখনো ছোট বা আমাকে দিয়ে কিছু হবে না এমনটা কখনো ভাববেন না। এই হীনমন্ম্যতাই আপনাকে আরো পিছিয়ে দেয় বা দিবে। জীবনে সফল হতে গেলে নিজেই নিজেকে আগে ভালোকরে জানতে হবে। নিজের দোষগুলো বের করার চেষ্টা করতে হবে। লেগে থাকুন আর নিজের ভুল থেকে প্রকৃত শিক্ষাটা নিতে শিখুন।

ফ্রিল্যান্সিং শব্দটার মানে কি? কিভাবে শুরু করব?
নতুনরা ফ্রিল্যান্সিং বিষয়ে জানলেও কিভাবে শুরু করবে বা কিভাবে কি করবে তা নিয়ে আসলে দ্বিধায় থাকে। তাই বিভিন্ন এক্সপার্টদেরকে বারবার জিজ্ঞেস করতে থাকে “ফ্রিল্যান্সিং কি? কিভাবে করব?” যার ফলে তারা বিরক্তবোধ করেন । তাই আজকে মোটামোটি একটা গাইডলাইন দেয়ার চেষ্টা করছি যাতে প্রসেসগুলো অনেকটা পরিষ্কার হয়ে।

ফ্রিল্যান্সিং আসলে কি?
সহজভাবে বললে, অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে মুক্ত পেশাজীবী হিসেবে কোনো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। উদাহরণ হিসেবে বলা যায়, চেম্বারে বসে চিকিৎসক যেভাবে নিজের ক্যারিয়ার পরিচালনা করেন, একজন আইনজীবী যেভাবে চুক্তিভিত্তিক কাজ করেন, সিনেমার অভিনয়শিল্পীরা যেভাবে নিজের সময় এবং পারিশ্রমিক নির্ধারণ করে কাজ হাতে নেন, একইভাবে কোনো পেশায় কেউ যখন নিজের মতো করে ক্যারিয়ার পরিচালনা করেন, সেটাই হলো ফ্রিল্যান্সিং। একজন মানুষের বোধশক্তি হওয়ার পর ফ্রিল্যান্সিংয়ের জন্য আসলে বয়সের ধরাবাঁধা কোনো নিয়ম নেই। মনে রাখবেন এখানে আপনার দক্ষতাই সব। দক্ষতা থাকলে আপনার শিক্ষাজীবনের সনদ এখানে মূল্যায়িত হবে না।


) নতুনেরা ফ্রিল্যান্সিং বিষয়ে জানলেও কীভাবে শুরু করবেন বা কীভাবে কী করবেন, তা নিয়ে দ্বিধায় থাকেন। ফ্রিল্যান্সিং শুরু করতে যেসব যোগ্যতা থাকা প্রয়োজন, সেগুলোর অন্যতম হলো:

  • ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের দক্ষতা, বিশেষ করে ইংরেজিতে ভালো লিখতে পারতে হবে।
  • ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা।
  • গুগল ও ইউটিউবের ব্যবহার এবং প্রয়োজনীয় তথ্য বের করে আনার দক্ষতা।
  • প্রথমত এই দক্ষতাগুলি থাকলেই আপনি Freelancing এর যোগ্য। এখানে কোনপ্রকার একাডেমিক সার্টিফিকেটের মূল্যায়ন নেই, মূল্যায়ণ দক্ষতার।

) ফ্রিল্যান্সি কি কি কাজ করা যায়?
নতুনরা প্রায় সবাই এই প্রশ্নটি করে থাকে, ভাই কাজ পেতে কত দিন লাগবে বা কিভাবে পেতে পারি? এটা একটা কমন প্রশ্ন সবার। কিন্তু ভাই কাজ পাবার আগে কাজ টা তো ভালো ভাবে শিখতে হবে আপনি যদি কাজ না শিখেই কাজ পাবার আশা করেন তাহলে তো আপনার চিন্তা-ধারা ভুল। যে কোনো কাজই শিখতে চান না কেন, আগে ভালোভাবে আপনাকে শিখতে হবে। তারপর কাজ পাওয়ার চিন্তা করতে হবে।

তবে বর্তমানে যে কাজের চাহিদা বেশি মার্কেট এ তা নিচে উল্লেখ করা হলো: 
✔ওয়েব ডিজাইন
✔ওয়েব ডেভেলপমেন্ট
✔ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট
✔গ্রাফিক্স ডিজাইন
✔কনটেন্ট রাইটিং
✔মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট
✔লিড জেনারেশন
✔অ্যাডমিন সাপোর্ট
✔কাস্টমার সার্ভিস
✔ইন্টারনেট রিসার্চ এন্ড ডাটা এনালাইসিস
✔প্রোডাক্ট ম্যানেজমেন্ট

৩) কোন কাজটা সহজ? কোন কাজটা করলে ভাল হবে এবং আয় করা যাবে?
এইসব প্রশ্ন করা বোকামী। যাকে এই প্রশ্নটা করবেন সে অবশ্যই নিজে যে কাজটা করে সে কাজটাকেই সহজ বলবে, কারণ সে কাজটা তার কাছে সহজ । আপনার যে বিষয়টি ভালো লাগে, সে বিষয়ের ওপর ভিডিও দেখুন, গুগল করুন, জানুন। এরপরও যদি মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনার পরিচিত বা আশপাশে যাঁরা ফ্রিল্যান্সিং বিষয়ে অভিজ্ঞ, তাঁদের জিজ্ঞেস করুন। তবে মনে রাখা জরুরি, কাজ পাওয়ার আগে সে বিষয়ে ভালোভাবে শিখতে হবে। আপনি যদি কাজ না শিখেই কাজ পাওয়ার আশা করেন, তবে আপনার ধারণা ভুল।

) কাজ কিভাবে শিখব?
কোনটা নিয়ে কাজ করবেন ঠিক করার পর এবার শিখার পালা। শিখার জন্য আপনাকে কোন প্রশিক্ষকের কাছে যেতে হবে, তবে ভাল প্রশিক্ষক হতে হবে। বর্তমানে অহরহ প্রতিষ্টান গড়ে উঠেছে যেগুলো নামে শেখায় । যারা অনলাইনে ভাল কিছু করতে পারেনি তারাও এখন প্রশিক্ষক, কারণ কিভাবে ইনকাম করতে হয় সেটা শিখিয়ে ইনকাম করাটা অনেক সহজ। সুতরাং ভাল শিখায় এবং ভাল সাপোর্ট দেয় এমন প্রতিষ্টানে যেতে হবে । কারণ, সফলতা অনেকাংশেই শিখানোর উপরে নিরভর করে। এমন প্রতিষ্টান হাতে গুণা কয়েকটা আছে। আর মনে রাখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সবাই জয়ী হতে চাই কিন্তু শেষ পর্যন্ত একজনই প্রথম হয়। আমরা সবাই জয়ী হতে চাই কিন্তু পরাজয় থেকে প্রকৃত শিক্ষাটা আর নেই না।

যেমন দৌড় প্রতিযোগিতায় সবাই কিন্তু একসাথেই শুরু করে দৌড়, কিন্তু শেষ পর্যন্ত কেবল একজনই থাকে যে সবার আগে পেরিয়ে যায় ফিনিশিং লাইন। ছোট্ট একটা দৌড়, পাঁচ মিনিটেরও না, অথচ এর প্রস্তুতির পেছনে কত অজস্র ঘণ্টার পরিশ্রম মিশে থাকে! যেই মানুষটা প্রথম হলো, দেখা যাবে অন্যরা যখন ঘুমাচ্ছে সে তখন ঠিকই একাকী মাঠে ঘাম ঝরিয়েছে দৌড়ের প্রস্তুতিতে। জীবনের সব ক্ষেত্রেই এমন, সাফল্য পেতে হলে অন্যদের চেয়ে বেশি উদ্যম থাকতেই হবে।

যেভাবে শুরু করা যায়:
খুব সহজ, কোথাও যেতে হবে না আপাতত। গুগল আর ইউটিউব হতে পারে সবার জন্যই তাৎক্ষণিক বড় শিক্ষক মশাই। আপনার যে বিষয়টি ভালো লাগে, সে বিষয়ের উপর ভিডিও দেখেন, গুগুল করেন। জানুন। একাধিক বিষয়ও থাকতে পারে। ট্রাই করুন। সময়দিন। মনোযোগ সহকারে। আপনি নিজেই বুঝতে পারবেন- কোন বিষয়টি (নিস) আপনার জন্য। শুধু তাই নয়- সেই বিষয়ে (স্কিল-সেট) আপনি মোটামুটি জেনেও যেতে পারবেন এভাবে।

যাঁরা ইউটিউব থেকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ও বুটস্ট্র্যাপ শিখেছেন তা আসলে কতটুকু ভালোভাবে শিখেছেন তা যাচাই করে তবে কাজে যুক্ত হওয়া উচিত। আপনি যতটুকু শিখেছেন তাতে পিএসডি থেকে এইচটিএমএলে কীভাবে রূপান্তর করতে হয়, তা ভালো করে জেনে নিতে হবে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ও বুটস্ট্র্যাপে আপনি দক্ষ হলে চেষ্টা করুন পিএসডি থেকে এইচটিএমএল রূপান্তর কীভাবে করতে হয়, তা জানতে।

পিএসডি থেকে এইচটিএমএল বা এক্সএইচটিএমএল করার ক্ষেত্রে পরিকল্পনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি কাজ, অর্থাৎ কোড লেখা সহজ। যাঁরা আউটসোর্সিংয়ে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান, তাঁরা শুরু করতে পারেন পিএসডি টু এইচটিএমএল রূপান্তরের কাজ দিয়ে। এই কাজগুলো ভালোভাবে শিখে যেকোনো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে (অনুমোদন হলে) পিএসডি টু এইচটিএমএল কনভার্ট লিখে খুঁজলেই অনেক কাজের খোঁজ পাবেন। এখান থেকে আপনার দক্ষতা অনুযায়ী কাজে আপনি আবেদন করতে পারেন।

অ্যাডভান্স লেভেলের কাজের জন্য প্রোগ্রামিং এর বিকল্প নেই।
অ্যাডভান্স লেভেলের কাজের জন্য প্রোগ্রামিং এর বিকল্প নেই। আমি সবসময়ই নতুনদের পরামর্শ দিয়ে আসছি প্রোগ্রামিং এর বিষয়ে। আমি মনে প্রাণে চাই আউটসোর্সিং এ আমাদের দেশে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আরো আসুক। আর এই অ্যাডভান্স লেভেলের কাজের জন্য প্রোগ্রামিং এর বিকল্প নেই।

আমি নতুনদের উদ্দ্যেশে বলতে চাই, আপনারা চেষ্টা করুন iOS ডেভেলপমেন্ট, Android ডেভেলপমেন্ট, পাইথন নিয়ে। এইসব ক্যাটাগরিতে প্রতিযোগিতা কিছুটা কম। আপনাদের কাছে আমার এটাই চাওয়া আপনারা চেষ্টা চালিয়ে যান। অধৈর্য বা নিরাশ হবেন না। লেগে থাকুন, সাফল্য আপনার আসবেই। আর মনেকরি এতেই জীবনের আসল সার্থকতা। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বললাম ভাই।

আপনাদের জন্য একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল এ কি কি প্রোগ্রাম শিখতে হবে বা শেখা যায় সেজন্য কিছু পোস্ট। প্রথমেই আপনারা প্রোগ্রামিং এর জন্য “C” দিয়ে শুরু করবেন। “C” হলো প্রোগ্রামিং এর মাদার ল্যাঙ্গুয়েজ।

“C” হলো প্রোগ্রামিং এর জন্য :
http://cpbook.subeen.com/
http://shikkhok.com/c-programming

iOS ডেভেলপমেন্ট এর জন্য :
https://www.etondigital.com/the-best-resources-for-learning-ios-development/
http://shikkhok.com/ios-app-development

Android ডেভেলপমেন্ট এর জন্য :
http://shikkhok.com/android-app-development
https://developer.android.com/training/index.html
https://www.codementor.io/learn-android-development

পাইথন এর জন্য:
http://shikkhok.com//python
https://www.youtube.com/watch?v=41qgdwd3zAg&list=PLS1QulWo1RIaJECMeUT4LFwJ-ghgoSH6n

ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য :
বেসিক: https://www.w3schools.com/
https://www.youtube.com/watch?v=3JluqTojuME&list=PLoYCgNOIyGAB_8_iq1cL8MVeun7cB6eNc

) কোথায় কাজ করব?
কাজ শিখার পর এবার কাজ করার পালা । সাধারণত Freelancer রা যেখানে কাজ করে সেগুলো Marketplace হিসেবে পরিচিত।

মার্কেটপ্লেস বেছে নিন এবং প্রোফাইল তৈরি করুনঃ
আইটি ফ্রীল্যান্সিং-এর জন্য যেমন অনেক ধরনের কাজ আছে, তেমনি রয়েছে কাজের জন্য অনেক মার্কেটপ্লেস। যেমনঃ

  • Upwork
  • Freelancer
  • Fiverr
  • Toptal
  • PeoplePerHour
  • Guru
  • Belancer (Bangladeshi)

এছাড়াও আরো অনেক মার্কেটপ্লেস আছে। অন্যান্য মার্কেটপ্লেসে আমার প্রোফাইল থাকলেও আমি মূলত কাজ করি আপওয়ার্কে কারণ ভালো লাগে সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। আপনি আপনার পছন্দমতো মার্কেটপ্লেস সিলেক্ট করে নিন। তারপর সুন্দর একটি প্রোফাইল তৈরি করতে মন দিন। এটা কঠিন কোনো কাজ নয়।

এবার আসি প্রোফাইল ওভারভিউ কি এবং কিভাবে সাজাবেন। আপওয়ার্কে আপনার একাউন্ট তৈরি করার পর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো প্রোফাইল ওভারভিউ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর কোনো ধরাবাধা নিয়ম নেই। ভালো ইংরেজি জানলে আপনি অবশ্যই পারবেন। যেভাবে সাজাবেন:

১। আপনার আপওয়ার্ক একাউন্ট এর ওভারভিউ এমন ভাবে সাজাবেন যেন ক্লায়েন্ট আপনার বা আপনার স্কিল সম্পর্কে খুব সহজেই ধারণা পাই এবং প্রোফাইলে এমন একটি ছবি যুক্ত করবেন যেটায় আপনাকে হাসিখুশি, স্মার্ট এবং প্রফেশনাল লাগে।

২। আপনার কোনো ভালো কাজের বিবরণ, আপনার কাজের ধরণ বা আপনার কাজের স্টাইল ইত্যাদি যুক্ত করুন। অর্থাৎ আপনার রেসপন্সিবিলিটি কি, সেটা গুছিয়ে লিখে দিবেন।

৩। আপনার যদি কোনো এক্সট্রা একটিভিটিস থাকে যেমন: স্থানীয় কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক, খেলা বা পেইন্টিং সম্পর্কে উত্সাহী। এইগুলি যুক্ত করতে পারেন এবং প্রমাণ করুন যে আপনি কেবলমাত্র কাজ করার চেয়ে আরও বেশি কিছু করেন এবং আপনার প্রোফাইলে এটা একটি আলাদা মাত্রা নিয়ে আসবে।

৪। আপনি জব ক্যাটাগরিগুলো এমনভাবে সিলেক্ট করুন যেন আপওয়ার্ক এবং ক্লায়েন্ট ইন্টারভিউতে জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিতে পারেন। এমন কিছু সিলেক্ট করবেন না যে ক্যাটাগরিতে আপনি কাজ জানেন না।

৫। যদি আপনার কোনো সার্টিফিকেশন থাকে যেটা আপওয়ার্ক সাপোর্ট করে তাহলে এটা প্রোফাইলের সাথে যুক্ত করে ফেলুন। এই সার্টিফিকেট আপনার প্রোফাইলে এক্সট্রা ভ্যালু যোগ করবে। আপনার করা কোর্স সম্পর্কে কিছু লিখে দিবেন, অর্থাৎ কোর্সের ডিস্ক্রিপশন ১-২ লাইনের মধ্যে লিখে দিবেন।

৬। আপনার প্রোফাইলে আপনার সোশ্যাল মিডিয়া সাইট এর লিঙ্ক করে দেন। যেমন ফেসবুক, লিঙ্কডিন, টুইটার, বিহান্স, গুগল প্লাস ইত্যাদি। আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেয় লিঙ্কডিন।

৭। আপনার সম্পর্কে বা আপনার কাজের ধরন সম্পর্কে এক মিনিট এর একটি ভিডিও তৈরি করুন। এটা আপনার প্রোফাইলে এক্সট্রা ভ্যালু যোগ করবে এবং নিশ্চিত হয়ে নেন যে আপনি ভালো মানের ভিডিও করছেন আর আপনার কথা বলার ধরণ ও আপনার উচ্চারণ ভালো হচ্ছে। অবশেষে যারা নতুন নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে প্রোফাইলের কোথায় ঘাটতি আছে সেটা খুঁজে বের করুন উপরে লিখিত পয়েন্ট অনুযায়ী।


প্রোফাইল এপ্রোভ হলে এখন কাজ শুরু করার পালা
:
১) প্রথম প্রথম কাজ পেতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই, হতাশ না হয়ে বিড বা নিলামে অংশ নিতে হবে।
২) শুরুর দিকে যত কম মূল্যে বিড করা হবে কাজ পাওয়ার সম্ভবনা ততই বাড়বে।
৩) সম্ভব হলে বিড করার আগেই যদি কাজটি সম্পন্ন করে দেখাতে পারেন এবং গ্রাহক যদি পছন্দ করে তাহলে এ কাজটি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
৪) কোন কাজ না পারলে সেখানে কখনই বিড করা উচিত নয়।
৫) আপনি যে কাজই করে থাকুন না কেন, সেটাতে দক্ষ হয়ে উঠলে তবেই কাজের জন্য আবেদন করবেন।
৬) সাধারণত যেসব কাজ একটু কঠিন এবং যেসব কাজে কম বিড পড়ে সে রকম কাজ পাওয়ার সম্ভবনা বেশি থাকে। তাই, কাজ শুরু করার আগে সব ধরনের কাজ একটু পর্যবেক্ষণ করে নিজেকে তৈরি করে নিন। যদি আপনি দেখেন যে অলরেডি ক্লাইন্ট ৩/৪ জঙ্কে ইন্টারভিউ তে কল করেছে বা ৩/৪ জন কে ইনভাইট করেছে। সেই জবে বিড না করাই ভালো।
৭) আউটসোর্সিং এর কাজ করতে হলে ইন্টারনেট এ অবশ্যই পারদর্শী হতে হবে। অন্তত, প্রকল্পের চাহিদা বোঝা এবং সে অনুযায়ী গ্রাহকের সঙ্গে সাবলীল ভাবে যোগাযোগ করা ক্ষমতা থাকা দরকার।
৮) একটি প্রকল্প সম্পর্কে পূর্ণ ধারনা না নিয়ে কাজ শুরু করা উচিত নয়। কাজ শুরু করার পূর্বে, ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে বুঝে নিন সে কি চায়।
৯) সম্পূর্ণ কাজকে কয়েকটি ধাপে ভাগ করুন ও প্রতিটি ধাপ শেষ হওয়ার পর টা কায়েন্টকে দেখান।
১০) কাজের সময়সীমা শেষ হওয়ার আগেই কাজ শেষ করুন ও গ্রাহকের কাছে পাঠিয়ে দিন।

) এবার আসি টাকা কিভাবে উত্তোলন করবেন:
প্রধান দুশ্চিন্তা থাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার পর পাওয়া অর্থ উত্তোলনের বিষয়টি নিয়ে। একেবারে নতুন ফ্রিল্যান্সার যাঁরা তাদের জন্য বিষয়টি ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা বলেন, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ে অর্জিত অর্থ আপনি অনেক উপায়ে দেশে নিয়ে আসতে পারেন। আপনি যদি কোনো মার্কেটপ্লেসে কাজ করে থাকেন, সেখান থেকেই বিভিন্ন উপায়ে অর্থ উত্তোলন করতে পারবেন। সেগুলোর মধ্যে সরাসরি আমাদের স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট এবং ওয়্যার ট্রান্সফার ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিগুলোর মাধ্যমে মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তোলন করতে চাইলে মার্কেটপ্লেসে তা ঠিক করে দিতে হবে। তবে, আপনার উত্তোলনের পরিমাণ যদি ২ হাজার ডলারের বেশি হয়, তাহলে ওয়্যার ট্রান্সফার হবে সবচেয়ে ভালো অপশন।

বিঃ দ্রঃ এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন মার্কেটপ্লেস থেকে কিভাবে ওয়্যার ট্রান্সফার করবেন।

যদি আপনি মার্কেটপ্লেসের বাইরে সরাসরি কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করে থাকেন, সে ক্ষেত্রে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন, ট্রান্সফারওয়াইজ, জুম্ অথবা স্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনতে পারবেন। তা করতে হলে ক্লায়েন্টের কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাঠাতে হবে যেমন আপনার ব্যাংক একাউন্ট কি নামে রয়েছে, ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংকের সুইফট কোড, রাউটিং নাম্বার ইত্যাদি।। আপনি এই ইনফরমেশন গুলো ক্লায়েন্টের কাছে পাঠানোর পর ক্লায়েন্ট তার ইচ্ছা অনুযায়ী যে কোন একটি মাধ্যমে আপনাকে টাকা পাঠাতে সক্ষম হবে। এ ছাড়া অবশ্য আরও অনেক বিকল্প আছে। তবে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে এগুলো বেশি ব্যবহৃত হয়।

একাত্তর টিভিতে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র!

পরিশেষে, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।

ফ্রিল্যান্সিং গাইডলাইন শুরু থেকে শেষ!

4 thoughts on “ফ্রিল্যান্সিং গাইডলাইন শুরু থেকে শেষ!

  1. স্যার আমি ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাই। কিন্তু আমার ইচ্ছা আমি ওয়েব ডিজাইনের এবং প্রোগামিং শিখে কাজ করতে কিন্তু সেই বিষয়ে আমি তেমন জানি না।

Write a comment....

Scroll to top
error: Content is protected !!