গল্প নয় সত্যি! ঘুরে দাঁড়ানো এবং ইচ্ছেশক্তির জয়।

গল্প নয় সত্যি!


গতকাল(২৬শে ডিসেম্বর ২০২১) আমাদের প্রিমিয়াম প্রফেশনাল ক্লাবের ষষ্ঠ জন্মদিন উপলক্ষ্যে মেলবন্ধন ছিল। এর উদ্দেশ্য সকলের সাথে একত্রিত হওয়া নেটওয়ার্কিং এবং নলেজ শেয়ারিং।

খাওয়া-দাওয়া, আড্ডা এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনেকেই অনেক কিছু শেয়ার করছে। হঠাৎ একজন ভাই বলে উঠলো আমি কিছু শেয়ার করতে চাই বা কিছু বলতে চাই। তো ভাইটি মাইক্রোফোন হাতে নিয়ে সামনে এসে দাঁড়িয়ে বললো, আজ আমি আমার কথা নয়, অন্য এক ছোট ভাইয়ের কথা বলবো এবং এখানে পরিচয় করিয়ে দিব, সে আমাদের এই প্রাণের ক্লাবের মেম্বার।

ভাই অবশেষে সেই ভাইটিকে ডাকলেন এবং মাইক্রোফোন হাতে দিয়ে বললেন তোমার মুখ থেকেই শুনতে চাই তোমার ঘুরে দাঁড়ানোর গল্প। চুপচাপ, শান্তশিষ্ট স্বভাবের ভাইটি মাইক্রোফোন হাতে নিয়ে কিছুটা বিচলিত, কি বলবে বুঝে উঠতে পারছিল না, তারপরও তার মতো করে বলা শুরু করলো।

করোনার সময়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, যে কোম্পানিতে জব করছি সেখানে প্রায় ছয় মাসের বেতন পাচ্ছি না, তারপর একটা পর্যায়ে জানতে পারি যে কোম্পানি থেকে আমাদেরকে ছাঁটাই করা হতে পারে। অবশেষে কোম্পানি থেকে ছাঁটাই করা হয় এবং বলতে পারেন অনেক নির্বিকার ও দিশেহারা হয়ে পড়ি।

যে ভাইটি আজ আমাকে এখানে পরিচয় করিয়ে দিল, তার কথা না বললেই নয়, যখন আমি আমার খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তখন আমি এই ভাইয়ের সান্নিধ্যে পায় এবং ভাই আমাকে একটি কথাই বলল তোমাকে হয়তো আমি আইটি ফ্রিল্যান্সিং শিখাতে পারবো না, তবে তোমার যে স্কিল এবং জব লাইফে তুমি যেটা অর্জন করেছ সেটা দিয়ে হয়তো তুমি কিছু করতে পারো। আমি তোমাকে গাইডলাইন দিতে পারি বা দিকনির্দেশনা দিয়ে দিতে পারি, তুমি চেষ্টা করে দেখতে পারো।

যেই কথা সেই কাজ, অদম্য ইচ্ছাশক্তির ভাইটি, দমে না গিয়ে শুরু হয় তাঁর নতুন করে পথ চলা। বলার অপেক্ষা রাখেনা যে ভাইটির পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দক্ষতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে তার ছুটে চলা। করোনার সময় বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করা, ভাইটির এখন মাসিক আয় ডলারে ৫ ডিজিট।

তার এভাবে ঘুরে দাঁড়ানোর কথাগুলো শুনে, সত্যিই আমি নিজেও অনুপ্রাণিত। ভাইটির জন্য অনেক অনেক শুভকামনা, আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি, সামনে এগিয়ে যাও।

ফুটনোট :
একজন মানুষ যেভাবেই স্বপ্ন দেখুক না কেন, মূল কথা হচ্ছে তার সেই স্বপ্নের পিছনে ছুটে চলা, অভিরাম কাজ করে চলা আর ধৈর্য নিয়ে লেগে থাকা। তাহলেই সাফল্য অনিবার্য। পরিশেষে, যদি লেখাটি আপনার ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।

গল্প নয় সত্যি! ঘুরে দাঁড়ানো এবং ইচ্ছেশক্তির জয়।

Write a comment....Cancel reply

Scroll to top
error: Content is protected !!
Exit mobile version