অতীতের স্মৃতিচারণ ও কিছু নিজস্ব ভাবনা!

মানুষ

আমার জব লাইফে একটা সময় ছিল GraphicPeople | SoftwarePeople এ চাকরী পাওয়া স্বপ্নের মতো কারণ তাদের সব সুযোগ সুবিধা, কাজের পরিবেশ এবং অন্যান্য সব কিছু মিলিয়ে এক কথায় চমৎকার। প্রায় পাঁচ বছর হতে চললো GraphicPeople | SoftwarePeople এর চাকরী জীবন শেষে আমার ফুল-টাইম আইটি ফ্রিল্যান্সার হয়ে উঠা। চাকরী জীবনে প্রফেশনালিজমের অনেক কিছুই আমার GraphicPeople | SoftwarePeople থেকে পাওয়া।

গত সপ্তাহে GraphicPeople | SoftwarePeople থেকে পাওয়া একটি কল আমাকে কিছুটা অবাক করে এবং আরো বেশি অবাক হয় তাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কল পেয়ে। বললো যে, আমার প্রফিডেন্ট ফান্ডের রয়ে যাওয়া কিছু একটা অংশ আমার প্রাপ্য এবং টাকার পরিমানটা শুনেও কিছুটা অবাক হয়।

যেটি আসলে আমার প্রাপ্য ছিলো না, সম্প্রতি বাংলাদেশ সরকারের আইটি ক্ষেত্রে কিছু আইন পরিবর্তনের ফলে পাচ্ছি এবং সেই কারণেই কল করা। বলার অপেক্ষা রাখে না যে, GraphicPeople | SoftwarePeople সবসময় তার এমপ্লয়ীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আসছে। আমি GraphicPeople | SoftwarePeople এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। 🤲

এবার আসি আসল কথায়, আসলে কোনদিন আমার ভাবনায় ছিল না, এভাবে এই টাকাগুলো পাবো, তাই এই টাকাগুলোর বেশিরভাগ অংশই খরচ করা হবে সুবিধাবঞ্চিত শিশু, গরীব-দুঃস্থ, খেটে খাওয়া মানুষদের সাহায্যার্থে। আমি সবসময় আমার ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া বোনাসের টাকাও সুবিধাবঞ্চিত শিশু, গরীব-দুঃস্থ, খেটে খাওয়া মানুষদের সাহায্যার্থেও ব্যয় করি।

পরিশেষে, এটাই বলতে চাই,

মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না…ও বন্ধু।।

আপনিও চাইলে সুবিধাবঞ্চিত শিশু, গরীব-দুঃস্থ, খেটে খাওয়া মানুষদের সাহায্যার্থেও এগিয়ে আসতে পারেন।

অতীতের স্মৃতিচারণ ও কিছু নিজস্ব ভাবনা!

Write a comment....Cancel reply

Scroll to top
error: Content is protected !!
Exit mobile version