দ্য গ্লোবাল ড্রিমকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্রোগ্রামে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক না বলা কথা, নিজের অনেক ইচ্ছা বা অনুভূতিগুলো এখানে প্রকাশ করতে পেরেছি। দ্য গ্লোবাল ড্রিমের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
আরেকটা বিষয় আমাদের দেশে যারা ফ্রিল্যান্সিং এ আসতে আগ্রহী হয়তো তারা অনেক অনুপ্রেরণা মূলক কথা এখানে খুঁজে পাবে, যদি ধৈর্য সহকারে পুরো প্রোগ্রামটি দেখে বা ভিডিওটি দেখে তাহলে আশা করি তাদের কিছুটা হলেও উপকারে আসবে। আমাদের সবার জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে। সেগুলোকে আমাদের জীবন কতটা প্রভাবিত করতে দেব-সেটা ঠিক করতে হবে নিজেকেই। সফল হওয়ার জন্যে উদ্যোগ নিন, মনে জোর আসুন, সাহসভরে এগিয়ে যান।
আর আমিও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি আমার ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতার আলোকে নতুনদের যতটুকু সহায়তা করা যায় আমার কাজের পাশাপাশি। সবচেয়ে বড় কথা জীবনে ডিসিপ্লিন খুব বড় জিনিস। ডিসিপ্লিনড হওয়ার সবচেয়ে বড় সুবিধা হল, সময়ের অপচয় রোধ করা যায়। ফলে অনেক বেশি কাজ করা যায়, কাজ অনেক সুষ্ঠভাবে করা যায়, কাজে টেনশন কমে, এবং পেশাগত কাজ শেষ করার পরও নিজের ব্যাক্তগত সময়টুকু বের করে নেয়া যায়। আপনি যদি ডিসিপ্লিনড না হন তাহলে দিনরাত কাজ করার পরও মনে হবে যেখানকার কাজ সেখানেই রয়ে গেছেন, কাজের আবর্তে ঘুরপাক খাচ্ছেন শুধু-এগোতে পাছেন না।
পরিশেষে, এটাই বলতে চাই, জেনে এবং বুঝে কাজ করুন। যদি অনুষ্ঠানটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রিল্যান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।