ফ্রিল্যান্সিংয়ে প্রতারণা এবং এ থেকে উত্তরণের উপায়।

প্রশ্ন: অনুষ্ঠানের শুরুতে আমরা দর্শকদের কাছে একটি জিনিস ক্লিয়ার করতে চাই, সেটি হল আসলে ফ্রিল্যান্সিং মানে কি বা ফ্রিল্যান্সিং বলতে আমরা আসলে কি বুঝি?

প্রশ্ন-২: ফ্রিল্যান্সিং কোথায় করবে? কি কি স্কিল থাকতে হবে?
আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকেই ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে, এখন ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে আসলে আমাদের কি কি দক্ষতা থাকা প্রয়োজন বা এর পেছনে আমাদের কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে বলে আপনি মনে করেন?

ফ্রিল্যান্সিং প্রতারণার ধরণঃ
প্রশ্ন-৩:
দ্বিতীয় প্রশ্নের সাথে আমি একটু সম্পূরক প্রশ্ন করি সেটা হলো ফ্রিল্যান্সিংয়ে ইচ্ছা প্রকাশের পর, আমাদের দেশের অনেক তরুণ প্রজন্ম বা অনেককেই দেখা যায় ফ্রিল্যান্সিংয়ে বিভিন্নভাবে প্রতারণার শিকার হতে। যেটা আমরা আমাদের সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলোর দিকে তাকালেই বুঝতে পারি। আসলে আইটি ফ্রিল্যান্সিংয়ে প্রতারণা বলতে আমরা কি বুঝি বা আপনি কি মনে করেন?

প্রশ্ন-৪: এই যে মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে সেটা জেনে বা না জেনে, না বুঝে যাই হোক না কেন, আসলে এর প্রতিকার কি হওয়া উচিত বা আপনার দৃষ্টিতে কি মনে হয়?

দর্শক পর্ব অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একজন অতিথির মুখ থেকে শুনবো তার প্রতারিত হওয়ার কাহিনী।

প্রশ্ন-৫: আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি বা সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই বোঝা যায় অনেকেই বলে থাকে আসলে যারা প্রকৃত ফ্রিল্যান্সার তারা কখনো  ফ্রিল্যান্সিং ট্রেনিং এ জড়িত হন না।  আসলে তাদের সেই সময়টুকু নেই, এ ব্যাপারে আপনারা কি মনে করেন।

কাজের সুযোগ বাজার নষ্ট:
প্রশ্ন-৬:
এই ফ্রিল্যান্সিং প্রতারণা বা বিভিন্ন ধরনের হয়রানি এতে কিন্তু অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের উপরও একটা ইম্প্যাক্ট করে। এতে অনেককেই বলতে শোনা যায় যে, আসলে প্রকৃত কাজের সুযোগ এবং এতে ফ্রিল্যান্সিংয়ের যে বাজার সেটাও কিন্তু নষ্ট হয়, এ ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি?

আবারো দর্শক পর্ব, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একজন অতিথির মুখ থেকে শুনবো তারপর প্রতারিত হওয়ার কাহিনী।

প্রশ্ন-৭: রিস্ক এবং একাকিত্ব:
আপনারা বলেছেন যে আসলে ফ্রিল্যান্সিং এর বেশিরভাগ কাজি খন্ডকালীন এবং এতে কিছুদিন আপনার জব থাকবে এবং কিছুদিন আপনার কাজ নাও থাকতে পারে। এতে অনেকেই হতাশা বা একাকিত্বে ভুগে। এইযে কিছু সময় কাজ না থাকার ব্যাপারটি, এই সময়টা যারা নতুন ফ্রিল্যান্সার আসলে তারা কীভাবে কাজে লাগাতে পারে?

উপরোক্ত প্রশ্নের উত্তরগুলো আপনারা ভিডিওটি যদি গুরুত্ব সহকারে দেখেন, আশাকরি আপনাদের অনেক উপকারে আসবে এবং দয়া করে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব সচেতনতা তৈরি করা যায় এই প্রোগ্রামের মাধ্যমে।

তাহলে কিভাবে এই প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করে ফ্রিল্যান্সিং শিখবেন
১) নিজের ভিতর থেকে শর্টকাটে আয়ের চিন্তা দুর করুন।
২) কম্পিউটারের বিভিন্ন কাজ শিখুন।
৩) যেসব কাজ শিখতে পারেনঃ এডমিন সার্পোট, এসইও(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), প্রোডাক্ট লিষ্টিং, ওয়েব রিসার্চ, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এপস/এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইমেইল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি।
৪) কোন চটকদার বিজ্ঞাপনের লোভনীয় অফার দেখলে চোখ ঘুরিয়ে ফেলুন। দ্বিতীয়বার দেখার চেষ্টা করবেন না।
৫) ইন্টারনেট ঘাটুন, বিভিন্ন বাংলা ব্লগ ও ইংরেজী ব্লগের লেখা পড়ুন ও জানার চেষ্টা করুন।
৬) যেকোন বিষয় ট্রেনিং সেন্টারে গিয়ে শেখার আগে ইউটিউবে বা গুগলে সার্চ করে নিজে নিজে শেখার চেষ্টা করুন। ইউটিউব বা গুগল থেকে কিছু জ্ঞান অর্জন করুন।
৭) যারা অভিজ্ঞ ও সত্যিকারের ফ্রিল্যান্সার তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করুন।

পরিশেষে, যদি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল আইটি ফ্রিল্যান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।

ফ্রিল্যান্সিংয়ে প্রতারণা এবং এ থেকে উত্তরণের উপায়।

Write a comment....

Scroll to top
error: Content is protected !!