বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে লেখা উপন্যাস—ফ্রিল্যান্সার সুমনের দিনরাত।

Suman Saha

সত্যিই অতীতের ফেলে আসা দিনগুলো কখনো ভুলার নয়। জীবনে যতটুকু অর্জন করেছি তার সব মহান ঈশ্বরের কৃপায়, মা-বাবার ও শিক্ষকদের ভালোবাসায়, বন্ধুদের সহযোগিতা, দাদা অনন্ত কুমার সাহার ছায়াতলে আর স্ত্রীর অনুপ্রেরণায়। আমি একজন অতি সাধারন মানুষ আর এভাবেই থাকতে ভালবাসি। কখনো ভাবি না যে আমার মত ক্ষুদ্র একজনকে নিয়ে বই লেখা হতে পারে ফ্রীল্যানসিং বিষয়ে।

একাত্তর টিভিতে আমার সম্পর্কে একটি তথ্যচিত্র।

রাহিতুল ভাই প্রথম ইন্টারভিউয়ে আমাকে যখন বলল, আপনার উঠে আসার গল্পটি এবং হৃদয়ছোঁয়া কষ্টের ইতিহাস একটি বইয়ে বাঁধানো যায়। তখন আমি খুব অবাক হয়েছি, ভেবেছি আমাকে নিয়ে লিখতে লিখতেই হয়তো একটা মজা করেছে। সত্যিই এটি আমার জীবনের এক চমকপ্রদ এবং অনেক বড় পাওয়া। রাহিতুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাকে নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন যার নাম ফ্রিল্যান্সার সুমনের দিনরাত”। আমি আরোও কৃতজ্ঞাতা প্রকাশ করছি Upwork এর প্রতি। এক আপওয়ার্ক আমাকে যা দিয়েছে বা আপওয়ার্ক থেকে যা যা অর্জন করেছি তা আমার জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

লেখকের মন্তব্য:
পত্রিকার পাতায় তো কতজনের গল্পই লিখি। একেকটা গল্প যেন এক একেকটা উপন্যাস। পত্রিকায় লেখা ৫০০/৬০০ শব্দে গল্পকে পরিপূর্ণ রুপ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কোন গল্পটাকে মলাটবন্দী করা যায়, ভাবছিলাম অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত বেছে নিয়েছিলামএকজন সুমনের কথা।

নরসিংদীর চরসিন্দুর বাজারে ছোট্ট একটা মিষ্টির দোকান ছিল সুমনের বাবার। কত লোক আসত সেই দোকানে! সুখবরের সঙ্গে মিষ্টির যে একটা সুসম্পর্ক আছে—সেটা সুমন সেই সময় থেকেই খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু বন্ধু–স্বজনদের ডেকে মিষ্টি খাওয়ানোর মতো সুদিন তাঁর জীবনে এসেছে কদাচিৎ। বাড়িতে অর্থনৈতিক টানাপোড়েন ছিল। কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন, কিন্তু একটা কম্পিউটার কেনার মতো সামর্থ্য তাঁর ছিল না।

জীবনে অনেক সংগ্রাম করেছেন, ফ্রিল্যান্সিং করে এই তরুণ এখন প্রতিষ্ঠিত! এখন নরসিংদীর সুমনের গল্প নিশ্চয়ই সারা দেশের মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। সত্য ঘটনা অবলম্বনে লেখা উপন্যাস—ফ্রিল্যান্সার সুমনের দিনরাত। ফ্রিল্যান্সার সুমনের দিনরাত বইটির মোড়ক উন্মোচন হবে আসছে ২০২০ সালের বইমেলার তৃতীয় সপ্তাহে, একুশে ফেব্রুয়ারী। বইটি প্রকাশ করছে স্বপ্ন ৭১ প্রকাশন। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি

বইটি পাওয়া যাচ্ছে প্রথমা ডটকমে এবং রকমারি.কম। বইটির পাঠকদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা এবং শুভকামনা।

বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে লেখা উপন্যাস—ফ্রিল্যান্সার সুমনের দিনরাত।

One thought on “বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে লেখা উপন্যাস—ফ্রিল্যান্সার সুমনের দিনরাত।

Write a comment....

Scroll to top
error: Content is protected !!