বিটপা (বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন) কনফারেন্স ২০১৯।

বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (BITPA), তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে আইটি পেশাদারদের জন্য বৃহত্তম সম্মেলন। বাংলাদেশ আইটি প্রোফেশনালস এসোসিয়েশন (বিটপা) এর উদ্যোগে প্রথমবারের মত বিটপা কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত হয় ২৫শে নভেম্বর ২০১৭ সালে এবং দ্বিতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয় ২৪শে  নভেম্বর, বিটপা কনফারেন্স ২০১৮। সেই ধারাবাহিকতা রক্ষার্থে এই বছর আমরা বগুড়ায় আরও একটি সম্মেলনের আয়োজন করছি (শহীদ টিটু মিলোনায়তন) আগামী ১৬ নভেম্বর, ২০১৯।

বিটপা কনফারেন্সের মূল উদ্দেশ্য অনলাইন প্রোফেশন এর বিভিন্ন বিষয় নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা অর্জন করা এবং নতুন আইটি উদ্যোক্তা বৃদ্ধি করা। দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা করা হবে।

কনফারেন্স ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে আরো বড় পরিসরে। মিলিত হবে প্রায় ৫০ জন আমন্ত্রিত অতিথি সহ সর্বমোট ৮৫০ আইটি প্রোফেশনাল। বাংলাদেশের সকল আইটি  প্রফেশনালদের এক প্লাটফর্মের আওতায় আনার জন্য বিটপা প্রতিষ্ঠিত হয়। বিটপা সকল আইটি প্রফেশনালদের সমাজিক মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক অধিকার আদায় ও প্রশাসনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লক্ষাধিক আইটি প্রফেশনাল রয়েছেন। যারা প্রত্যেকেই একক ভাবে বা ছোট টিম করে কাজ করেন। ফলে সামাজিক ভাবে আইটি প্রফেশনালদের কার্যক্রম সম্পর্কে সবাই অবগত নয়।

আমরা আপনার অংশগ্রহণের প্রত্যাশায় রয়েছি এবং আমরা বিশ্বাস করি যে, সমাজে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তাদের যেমন মর্যাদা প্রদান করা হয় তেমনি আইটি প্রফেশনালরাও সমাজে সম মর্যাদার দাবিদার। আইটি প্রফেশনাল একটি গুরুত্বপূর্ণ পেশা হিসাবে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তাই বিপটা সকল আইটি প্রফেশনালদের মর্যাদা রক্ষা ও বিভিন্ন রকম টেকনিক্যাল, আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করতে সহায়তা করবে।

তথ্য-প্রযুক্তির বিকাশের এই যুগে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে দিনে দিনে প্রয়োজন বেড়ে চলেছে দক্ষ জনবলের। এই লক্ষ্যকে সামনে রেখে বিকাশমান সেক্টরগুলি নিয়ে দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে এই আইটি কনফারেন্স। দিনব্যাপী এই কনফারেন্সে টেকনিক্যাল সেশন চলবেে সকাল ৮.৩০ থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত। স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যাক্তিবর্গ উক্ত সেমিনারে বক্তব্য রাখবেন।

বিটপা (বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন) কনফারেন্স ২০১৯।

Write a comment....

Scroll to top
error: Content is protected !!