বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে পেপ্যালের বিকল্প হয়ে উঠছে ওয়াইজ (Wise)!

ওয়াইজ আন্তর্জাতিক লেনদেনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায় ভিত্তিক পরিষেবা। ওয়াইজ “আন্তর্জাতিকভাবে অর্থ প্রেরণের জন্য অনেক কম খরচের একটি মাধ্যম এবং যদি আপনি প্রচুর আন্তর্জাতিক অর্থ আদান-প্রদান করেন তবে এটি একটি পেপ্যালের দুর্দান্ত বিকল্প পরিষেবা। একটি সমীক্ষায় দেখা গেছে এটি কোন অতিরিক্ত অদৃশ্য ফি না বসিয়ে বাস্তবিক এক্সচেঞ্জ এর হার সরবরাহ করে থাকে এবং লেনদেনের ক্ষেত্রে ট্রান্সফারওয়াইজস পেপ্যালের তুলনায় যুক্তরাজ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।

কিন্তু এখানেই শেষ নয়, পরিষেবাটির সীমান্তহীন বা বর্ডারলেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের একটি ডেবিট কার্ড সরবরাহ করে থাকে (যা বাংলাদেশিদের জন্য এখনো উন্মুক্ত হয়নি), আপনাকে ৪০ টিরও বেশি মুদ্রায় অর্থ পরিচালনা করতে, বেতন-রোল চালাতে, ব্যাচ পেমেন্ট, ক্লায়েন্টদের চার্জ এবং আরও অনেক কিছুতে ফ্রি সুবিধা দিয়ে থাকে। তাছাড়াও, আপনার ব্যবসায়ের জন্য ট্রান্সফারওয়াইজ আপনি আপনার গ্রাহকদের জন্য তাদের নিজস্ব মুদ্রায় অর্থ প্রেরণ করতে সক্ষম হবেন।

এখন কথা হচ্ছে, তাহলে ওয়াইজ কীভাবে আন্তর্জাতিকভাবে অর্থ আদান-প্রদানের জন্য এত কম ফি প্রদান করতে পারে?
উদাহরণস্বরূপ: এটি যেভাবে কাজ করে যেমন ধরুন আপনি যুক্তরাজ্যে আপনার বন্ধুকে এক হাজার ডলার পাঠাতে চান, আপনার পাঠানো এই এক হাজার ডলার স্থানান্তরিত হয়ে আপনার বন্ধুর আমেরিকান অ্যাকাউন্টে জমা হবে। তারপরে, ট্রান্সফারওয়াইজ আপনার বন্ধুকে সঠিক বিনিময় হার ব্যবহার করে ট্রান্সফারওয়াইজের ইউকে অ্যাকাউন্ট থেকে ব্রিটিশ পাউন্ডের সমতুল্য অর্থ প্রেরণ করবে।

যদি সংক্ষেপে বলতে হয়, অর্থ আসলে সীমানা অতিক্রম করে না! এটি আসলে আন্তর্জাতিক স্থানান্তরকে আরো দ্রুততর করে তোলে। আর এখানেই ব্যবহারকারীদের সুবিধা দিয়ে আসছে ওয়াইজ

সামগ্রিকভাবে, আপনি যদি অনেক কম খরচে অর্থ আদান-প্রদানের কোনো মাধ্যম খুজে চলছেন, তবে ট্রান্সফারওয়াইজই সাধারণত পেপ্যাল তথা অন্যদের তুলনায় অনেক কম ফি নিয়ে থাকে। ওয়াইজ মূলত এক্সচেঞ্জ হার থেকে অর্থোপার্জন করে না বরং সামগ্রিক স্থানান্তর থেকে একটি সামান্য শতাংশ তার ফি হিসাবে গ্রহণ করে। তবে এখানে বলা বাঞ্ছনীয় যে, এর মানে এই নয় যে পেপ্যাল বা তার সমকক্ষদের কোন জায়গা নেই।

USD ট্রান্সফারের ক্ষেত্রে আপনি দুইটা অপশন সেটাপ করে নিতে পারেন একটি হলো ওয়্যার ট্রানস্ফার (Wire Transfer-USD) আরেকটা হল সরাসরি আপনার ইউএসডি ব্যাংক একাউন্টে, যা আপনি ট্রান্সফারওয়াইজ এর USD Bank ডিটেইলস ব্যবহার করে সেটআপ করতে পারেন। তবে আমার মতে সবচেয়ে ভালো ট্রান্সফারওয়াইজ এর জন্য দ্বিতীয় অপশনটি ব্যবহার করা: Direct to U.S Bank-USD। যারা ইতিমধ্যে ওয়াইজ ব্যবহার করছেন তাঁদেরও মতামতের ভিত্তিতে জানা গেছে এখানে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়।

বিঃ দ্রঃ ওয়াইজে আপনার ইউএসডি একাউন্ট পেতে গেলে ন্যূনতম ২০ ডলার যোগ করে তারপর একাউন্ট ভেরিফাই করার মাধ্যমে আপনি ইউএসডি ব্যাংক একাউন্ট পেতে পারেন। এই ২০ ডলার যোগ করতে বিভিন্ন অপশনস রয়েছে, এমনকি অন্য কোন ওয়াইজ ইউজার থেকে ২০ ডলার নিলেও হবে। এরপর আপনার ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর কপি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা হলে, সাথে সাথেই আপনার একাউন্টে ইউএসডি একাউন্ট সহ আরো অন্যান্য কারেন্সির ব্যাংক অ্যাকাউন্ট গুলো আপনার ওয়াইজ একাউন্টে যুক্ত হয়ে যাবে।

এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন মার্কেটপ্লেস থেকে কিভাবে ওয়্যার ট্রান্সফার বা সরাসরি আপনার ইউএসডি ব্যাংক একাউন্টে সেন্ড করবেন।

পরিশেষে, আপনি যদি আউটসোর্সিং অথবা আইটি ফ্রীল্যান্সার হিসাবে মার্কেটপ্লেসে কাজ না করে থাকেন তাহলে অতি উৎসাহিত হয়ে এখনই একাউন্ট খুলে বসবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।

 

বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে পেপ্যালের বিকল্প হয়ে উঠছে ওয়াইজ (Wise)!

5 thoughts on “বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে পেপ্যালের বিকল্প হয়ে উঠছে ওয়াইজ (Wise)!

  1. Vai…. Ami transferwise e account korchi… kintu confused… ami ki ekhon kholar por por e Europer buyer theke payment nite parbo??? Kono verification lagbe ki?? Naki onake amar bank details diye payment nebo ?? konta valo hobe?

  2. আসলেই অনেক ভাল একটি মাধ্যম। আমার ক্লাইন্ট আমাকে সবসময় ওয়েস্টার্ন ইউনিয়ন এ পাঠাতো এতে ১ পাউন্ট এ ১০৭ টাকা রেট পেতাম । ট্রান্সফারওয়াইজের মাধ্যমে একটি পেমেণ্ট আনি এতে দেখি ১১৫+ টাকা প্রতি পাউন্ডে এবং সব মিলিয়ে ঐ ট্রান্সজেকশ এ আমার ৪০ পাউন্ডস অতিরিক্ত পেলাম যা ওয়েস্টার্ন ইউনিয়ন এ কম পেতাম।
    এখন থেকে এটাই ব্যবহার করবো।

    সুমন ভাইকে ধন্যবাদ এটা আপওয়ার্ক গ্রুপে পোষ্ট করার জন্য। আমি ওখানেই প্রথম ট্রান্সফারওয়াইজের কথা শুনি তারপর ক্লাইন্ট কে এই সার্ভিস ব্যবাহর করার জন্য বলি।

Write a comment....

Scroll to top
error: Content is protected !!